জেলা প্রতিনিধি
২০ মে ২০২৫, ০৭:৪৭ পিএম
রাজবাড়ীর কালুখালী উপজেলায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ইতি বেগম (২৬) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সকাল ১০টার দিকে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ইতি ওই গ্রামের রোস্তম মণ্ডলের মেয়ে। তার স্বামীর বাড়ি একই ইউনিয়নের পূর্ব ফুলকাউন্নাইর গ্রামে। স্বামী সোহান মণ্ডল বর্তমানে সৌদি আরব প্রবাসী। ইতির পাঁচ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
প্রতিবেশী মো. সুমন জানান, কয়েকদিন আগে মেয়েকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন ইতি। সকালে বাড়ির পাশের একটি আম গাছে আম পাড়তে ওঠেন তিনি। এ সময় পায়ের নিচের একটি ডাল ভেঙে গেলে তিনি নিচে পড়ে যান। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে রেফার করা হয়। পরে সদর হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. জাহিদুল ইসলাম বলেন, ‘ইতির আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।’
প্রতিনিধি/একেবি