জেলা প্রতিনিধি
২০ মে ২০২৫, ০৭:৩১ পিএম
বরিশালে গৃহবধূকে ধর্ষণ ও জখমের দায়ে ভুক্তভোগীর চাচাতো দুই দেবরকে সোহাগ গাজী (৩৩) ও স্বপন গাজীকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়াও দুইজনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) বিকেলে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম এ রায় দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান। রায় ঘোষণার সময় আসামিদের একজন স্বপন গাজী পলাতক ছিল।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা সরুপ আলি গাজীর ছেলে সোহাগ গাজী (৩৩) ও একই বাড়ির মৃত সোহরাব গাজীর ছেলে স্বপন গাজী (৩৫)।
মামলার বরাতে বেঞ্চ সহকারী আজিবর বলেন, ২০১২ সালের ১০ সেপ্টেম্বর দিনগত রাতে গৃহবধূ সন্তানকে নিয়ে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে সোহাগ ও স্বপন গাজী ঘরের জানালা খুলে ভিতরে প্রবেশ করে। পরে খাটের সাথে হাত, পা বেধে ও মুখে শাড়ির আঁচল গুঁজে দিয়ে গৃহবধূকে ধর্ষণ করে। চলে যাওয়ার সময় গৃহবধূকে চাকু দিয়ে কুপিয়ে জখম করে তারা। এ ঘটনায় ২৭ সেপ্টেম্বর ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে দুইজনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় মামলা করেন। বাকেরগঞ্জ থানার সারসী তদন্ত কেন্দ্রের এসআই সালাম মোল্লা তদন্ত শেষে ২০১৩ সালের ১৩ মে দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বিচারক ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দিয়েছেন।
প্রতিনিধি/ এজে