images

সারাদেশ / শিক্ষা

অর্থ লেনদেনের ভিডিও ভাইরাল, চবি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২০ মে ২০২৫, ০৭:০৮ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) মোহা. গোলাম কিবরিয়াকে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। অস্থায়ী নিয়োগের নামে ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশাসন এই পদক্ষেপ নেয়।

ভিডিওতে দেখা যায়, গোলাম কিবরিয়া একজন ব্যক্তির সঙ্গে একটি ব্যাংকে গিয়ে নগদ অর্থ উত্তোলন করছেন। তিনি এক লাখ টাকা গ্রহণের পাশাপাশি বাকি অর্থ নিয়ে দর-কষাকষি করছেন।

বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশে উল্লেখ করা হয়, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) জনাব মোহা. গোলাম কিবরিয়া অবৈধভাবে অর্থ লেনদেনে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।”

আদেশে আরও বলা হয়, বরখাস্তকালীন সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী জীবিকা-ভাতা পাবেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ওনি আর্থিক লেনদেন করছেন—এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছি। ইতোমধ্যে প্রাথমিকভাবে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনার বিষয়ে মোহা. গোলাম কিবরিয়ার বক্তব্য জানতে তার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

প্রতিনিধি/একেবি