images

সারাদেশ

গাইবান্ধায় ধানখেতে মিলল নবজাতকের মরদেহ

জেলা প্রতিনিধি

২০ মে ২০২৫, ০২:৩৮ পিএম

গাইবান্ধার পলাশবাড়ীর উপজেলার একটি ধানখেত থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২০ মে) এই মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে বলে থানা থেকে জানানো হয়।

এর আগে সোমবার (১৯ মে) সন্ধ্যার দিকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর গ্রামের বালিয়াগাড়ী বিলের বোরো ধানখেত থেকে নবজাতকের মরদেটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

এ ঘটনার সত্যতা স্বীকার করে কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ড সদস্য সাসিউল বলেন, মৃত শিশুটি কার পাপের ফসল এ নিয়ে অত্রালাকায় নানা গুঞ্জন ও ধুম্রজালের সৃষ্টি হয়েছে। এই ঘটনাটি সবাই-সবার পরিবারের খোঁজখবর নিলেই পরিচয় কিংবা অপরাধী বের হবে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, খবর পেয়ে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস