images

সারাদেশ

মানিকগঞ্জে তুচ্ছ ঘটনায় যুবককে কুপিয়ে খুন

জেলা প্রতিনিধি

২০ মে ২০২৫, ১০:৩৩ এএম

মানিকগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. রাহুল আহমেদ খান (১৭) নামের এক কিশোরকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৯ মে) রাত ৮টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর গ্রামের হানিফের ডাঙার পাড়ে এ ঘটনাটি ঘটে।

thumbnail_Rahul..

নিহত মো. রাহুল আহমেদ ধল্লা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মো. নজরুর ইসলাম খানের ছোট ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এ ঘটনায় আহত রাসেল জানান, আজ থেকে ১০ দিন আগে পাশের কামুরা গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে বাক-বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। সেই ঘটনার জেরে রাতে তারা ২০ থেকে ২৫ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। এ সময় মো. তরিকুল ও মো. রাজিব নামের দুই হত্যাকারী আমাকে তাড়া করলে আমি দৌড়ে পালাই।

আরও পড়ুন

চাঁদাবাজির মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে মারধর

আসিফ জানান, লাঠি, চাকু, চাপাতি, রড হাতে নিয়ে হামলাকারীরা আমাদের ওপরে হামলা করে। আমাকে রড ও লাঠি দিয়ে আঘাত করে এবং রাহুলকে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করে।

নিহতের বাবা নজুরুল ইসলাম খান বলেন, আমি খবর পেয়ে দোকান থেকে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ছেলের সারা শরীরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। পরে ছেলেকে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালের কর্মরত চিকিৎসক আমার ছেলেকে মৃত্যু বলে ঘোষণা করেন।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, বেশ কিছু দিন আগে রাকিব নামের এক ছেলের সঙ্গে গ্রামে আশা যাওয়া নিয়ে বাক-বিতণ্ডার ঘটনা ঘটে। তারি জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। আমরা হত্যাকারীদের গ্রেফতারের জোর চেষ্টা করছি।

প্রতিনিধি/এসএস