images

সারাদেশ

বাহুবলে দুর্ঘটনায় দুই বাসের চালক নিহত, আহত ১০

জেলা প্রতিনিধি

১৯ মে ২০২৫, ০৫:৪৩ পিএম

হবিগঞ্জ জেলার বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত ও ১০ যাত্রী আহত হয়েছেন।

সোমবার (১৯ মে) দুপুর আড়াইটায় বাহুবল উপজেলার দৌলতপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিকেল পৌনে ৪টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, ভারী বর্ষণের সময় সিলেট থেকে ঢাকামুখী রিয়েল কোচ সার্ভিসের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী শামীম এন্টারপ্রাইজের অপর বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় উভয় বাসের চালক ঘটনাস্থলেই মারা যান। আহত হয় ১০ যাত্রী।

আরও পড়ুন

যশোরে বোমা বিস্ফোরণে আহত তিন শিশুর মধ্যে খাদিজার মৃত্যু

খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ মরদেহগুলো উদ্ধার করে আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে।

ওসি আরও জানান, এখনও নিহত দুই চালকের পরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এসএস