জেলা প্রতিনিধি
১৯ মে ২০২৫, ০৫:৪০ পিএম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নদী হচ্ছে জনগণের সম্পদ, এটি কারো ব্যক্তিগত সম্পদ নয়। নদী একান্তই জনগণের।
সোমবার (১৯ মে) দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আটঘরিয়া এলাকায় বড়াল-১ ভেল্ট রেগুলেটর ও বড়াল নদী পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘বড়াল নদীকে বাঁচাতে, প্রয়োজনে খনন করে এর স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিত করতে আমরা এসেছি। নদী জনগণের সম্পদ। তাই এ সম্পদ রক্ষায় প্রশাসন এবং স্থানীয় জনগণের একসাথে কাজ করা প্রয়োজন। চারঘাট থেকে বড়াল পর্যন্ত কোথায় কোথায় খননের প্রয়োজন তা আমরা পর্যবেক্ষণের মাধ্যমে বুঝে নেব। আমরা যতটা পারি, নদী রক্ষায় কাজ চালিয়ে যাব।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘ ৫৪ বছরে যেটা সম্ভব হয়নি, সেটা দেড় বছরে সম্ভব নয়। তবে সমস্যার সমাধান না হলেও একটি কার্যকর রূপরেখা তৈরি করা সম্ভব, এবং আমরা তা শুরু করেছি। এরই অংশ হিসেবে প্রতিটি বিভাগে একটি করে নদী নিয়ে কাজ করছি। আমাদের লক্ষ্য, প্রতিটি জেলায় অন্তত একটি নদীকে দখলমুক্ত ও দূষণমুক্ত করা। যদিও সবগুলো কাজ একসঙ্গে করা সম্ভব নয়, তবুও এ লক্ষ্যে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি।’
পানি সম্পদ উপদেষ্টা আরও বলেন, ‘কৃষক যেন তাঁর জমিতে সঠিকভাবে সেচ দিতে পারেন, সে লক্ষ্যে নদীর নাব্যতা রক্ষা ও দূষণ প্রতিরোধে সরকার কাজ করছে। প্রতিটি বিভাগে একটি করে নদী, কক্সবাজারে একটি এবং ঢাকায় আলাদা চারটি নদী নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাজেট অনুমোদনের পর আমরা এসব প্রকল্পে কাজ শুরু করার চেষ্টা করছি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোবাশশেরুল ইসলাম, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোখলেসুর রহমান, রাজশাহী বিভাগের প্রধান প্রকৌশলী (প্রাণিসম্পদ) প্রবীর কুমার গোম্ব, রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইন এবং বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
প্রতিনিধি/একেবি