images

সারাদেশ

নেত্রকোনায় বীর মুক্তিযোদ্ধার আত্মহনন

জেলা প্রতিনিধি

১৯ মে ২০২৫, ০১:৩৬ পিএম

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিষপানে সন্তোষ দেবনাথ (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধার আত্মহননের খবর পাওয়া গেছে। 

সোমবার (১৯ মে) সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: শিবচরে দু’জনের ঝুলন্ত লাশ উদ্ধার

বীর মুক্তিযোদ্ধা সন্তোষ দেবনাথ উপজেলার তেলুঞ্জিয়া গ্রামের বাসিন্দা। 

তার দুই ছেলে সরকারি চাকুরিজীবী এবং তিনি অনেক দিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

আরও পড়ুন: বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮৯তম জন্মবার্ষিকী আজ

গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার তেলুঞ্জিয়া গ্রামে নিজ ঘরে বিষপান করেন তিনি। পরে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত সাড়ে ৭টার দিকে নিজ বসতঘরে বিষপানে ছটফট করতে থাকেন বীর মুক্তিযোদ্ধা সন্তোষ দেবনাথ। বিষয়টি টের পেয়ে তার স্ত্রী ডাক-চিৎকার করতে থাকেন। পরে বাড়ির অন্যান্য লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

ওসি মাহমুদুল হাসান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

প্রতিনিধি/ এমইউ