images

সারাদেশ

ফরিদপুরের বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

১৮ মে ২০২৫, ০৯:৪৪ পিএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল বাইখির গ্রামে সুমাইয়া বেগম (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) রাতে মরদেহটি উদ্ধার করা হয়।

রোববার (১৮ মে) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চতুল বাইখির গ্রামের ভ্যানচালক সিরাজুল মোল্যার সঙ্গে শনিবার সন্ধ্যায় বাজার নিয়ে স্ত্রী সুমাইয়া বেগমের মনোমালিন্য হয়।

এরপর রাত ৮টার দিকে সিরাজুল তার মেয়েকে নিয়ে বাড়ির বাইরে হাঁটতে বের হন। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন ঘরের দরজা বন্ধ। জানালা দিয়ে উঁকি দিয়ে তিনি স্ত্রীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে সুমাইয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মহেশ অধিকারী বলেন, ‘সিরাজুল মোল্যা তার স্ত্রী ও সন্তানকে নিয়ে কাজী কেরামত আলীর বাড়িতে ভাড়া থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে সুমাইয়া আত্মহত্যা করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

এ ঘটনায় সিরাজুল মোল্যা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছেন।

প্রতিনিধি/একেবি