images

সারাদেশ

রাজারহাটে ১৬ ইঞ্চি কলাগাছে সাত মোচা

জেলা প্রতিনিধি

১৮ মে ২০২৫, ০৩:০৭ পিএম

কুড়িগ্রামের রাজারহাটে ১৬ ইঞ্চি উচ্চতার এক কলাগাছে সাতটি মোচা ধরেছে। এ বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

এ দৃশ্য দেখা গেছে উপজেলার চাকিরপশার ইউনিয়নের নাককাটিহাট বাজার এলাকায়। কলার এই মোচা দেখতে স্থানীয় উৎসুক লোকজন প্রতিদিন ভিড় করছেন।

আরও পড়ুন: রাজশাহীতে ১৫ মে থেকে আম পাড়া শুরু

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৭ মে) দুপুরে একটি শিশু এলাকার নুরজ্জামালের বাড়ির পাশে একটি ১৬ ইঞ্চি কলাগাছে সাতটি মোচা দেখতে পায়। পরে বিষয়টি বাড়িতে গিয়ে বললে মুহূর্তেই এ সংবাদ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর থেকে ভিড় করছেন স্থানীয়রা।

আরও পড়ুন: ছোট ভাইকে কুপিয়ে হত্যার পর বড় ভাই আটক

এ বিষয়ে রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন, এ কলাগাছে অনেক বেশি পরাগায়ন হয়ে গেছে। এজন্য হয়ত এতগুলো মোচা হয়েছে। তবে এ দৃশ্য প্রকৃতিতে খুবই দুর্লভ।

প্রতিনিধি/ এমইউ