জেলা প্রতিনিধি
১৮ মে ২০২৫, ১১:১৯ এএম
ফরিদপুরে বজ্রাঘাতে আগুন লেগে একটি তুলার গোডাউন পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে জেলা সদরের কানাইপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: উলিপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
এর আগে রাত ৯টার দিকে ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয় ওই এলাকায়।
এ সময় বাজারের আমির হোসেনের তুলার গোডাউনের পাশের খেজুর গাছের ওপর বজ্রপাত হলে গাছে আগুন ধরে যায়। ওই গাছের অংশ বিশেষ গোডাউনের ওপর পড়লে আগুন ছড়িয়ে পড়ে। এর ফলে তুলার গোডাউন পুড়ে ছাই হয়ে যায়।
আরও পড়ুন: নেত্রকোনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ কৃষক নিহত
এ ব্যাপারে ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। তবে এখানে এসে জানতে পেরেছি যে বজ্রপাতে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়-ক্ষতির পরিমাণ পরে বলা যাবে।
প্রতিনিধি/ এমইউ