images

সারাদেশ

বগুড়া শহর আওয়ামী লীগ নেতা আনিস গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৭ মে ২০২৫, ১১:০০ পিএম

বগুড়া শহর আওয়ামী লীগের নেতা আক্তারুজ্জামান আনিসকে (৬০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার (১৭ মে) রাত ৮টার দিকে শহরের ঠনঠনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

পঞ্চগড়ের বোদায় পুলিশের অভিযানে ইউপি চেয়ারম্যান আটক

গ্রেফতার আনিস বগুড়া শহর আওয়ামী লীগের ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আনিস আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি পাঁচ আগস্টের পর আত্মগোপনে ছিলেন।

শনিবার রাত ৮টার দিকে ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে তার অবস্থান নিশ্চিত হয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে।

ডিবির ইনচার্জ জানান, আনিসকে গোয়েন্দা কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার নামে কয়টি মামলা রয়েছে সে বিষয়ে যাচাই বাছাই করা হচ্ছে।

প্রতিনিধি/এসএস