images

সারাদেশ

যুবদল নেতার চকলেট পেয়ে খুশিতে আত্মাহারা শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি

১৭ মে ২০২৫, ১০:৪৯ পিএম

স্কুলে যুবদল নেতা রনির চকলেট পেয়ে আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা। ‘এ যেন বাবা-মায়ের উপহার।’ যেন বাবা-মা আমাদেরকে স্কুলে যাওয়ার সময় চকলেট কিনে দিলেন। এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করল ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (১৭ মে) স্কুলের অ্যাডহক কমিটির পরিচিতি সভায় হঠাৎ চকলেট নিয়ে হাজির হয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বইয়ে দেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। 

thumbnail_1000203267

স্কুল প্রাঙ্গণে চকলেট বিতরণের দৃশ্য হয়ে ওঠে আবেগঘন। এ সময় রনি বলেন, স্কুল হলো বৈষম্যহীন একটি জায়গা। এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী বা রিকশাচালক সবারই সমান অধিকার, সমান শিক্ষা পাবে। আমি আশা করি, এই বিদ্যালয় তার সুনাম ধরে রাখবে এবং আগামীতেও বৈষম্যহীন পরিবেশ বজায় রাখবে।

আরও পড়ুন

চাঁদপুরে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

শিক্ষার্থীদের মুখে হাসি ফোটানো এই উদ্যোগে অভিভাবক ও শিক্ষকরাও প্রশংসা করেন। অনেকের মতে, ছোট্ট একটি চকলেট শিশুদের মনে গেঁথে যাবে দীর্ঘদিন, যা তাদের স্কুল জীবনের স্মৃতিতে রাখবে বিশেষ জায়গা। 

এদিকে, রনির এই ছোট্ট প্রচেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রশংসা কুড়িয়েছে। ব্যবহারকারীরা এটিকে ‘শিক্ষার পাশাপাশি শিশুদের মানসিক বিকাশে অনন্য পদক্ষেপ’ বলে আখ্যায়িত করেছেন।

প্রতিনিধি/এসএস