জেলা প্রতিনিধি
১৭ মে ২০২৫, ১০:১৪ পিএম
হবিগঞ্জ জেলার বাহুবলে এনা পরিবহনের যাত্রীবাহী বাস ও বালু বোঝাই দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার হাফিজপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বিঘ্নিত হয়।
নিহত ব্যক্তি হলেন হলেন- ট্রাক চালক নরসিংন্দী জেলার বাগহাটা গ্রামের জমশের আলীর ছেলে মো. মোমিন মিয়া (৪৫)। দুর্ঘটনায় বাস চালক মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বাতিপুর গ্রামের মরহুম সুরুজ আলীর ছেলে সুলতান মিয়াসহ (৩৭) ৫ জন আহত হয়েছেন।
![]()
এ খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ও সিলেট হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনায় নিহত মোমিন মিয়ার ছেলে ইলিয়াছ হোসাইন হৃদয় বাদী হয়ে বাহুবল মডেল থানা মামলা করেন।
শনিবার (১৭ মে) দিবাগত রাতে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, দুর্ঘটনাকবলিত বাসে যাত্রী ছিল। দুই ট্রাকে ছিল বালু বোঝাই। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িগুলো উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনরা নিয়ে গেছে।
প্রতিনিধি/এসএস