জেলা প্রতিনিধি
১৭ মে ২০২৫, ০৯:৪৫ এএম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগ নেতা জাকারিয়া আহমেদ লাকিকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ মে) স্থানীয় গণমাধ্যমগুলো এ বিষয়টি জানিয়েছে।
এ ছাত্রলীগ নেতাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। জাকারিয়া উপজেলার রণকেলী ইয়াগুল গ্রামের রিয়াজ আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলার মামলায় জাকারিয়া গোলাপগঞ্জ মডেল থানার মামলার পাঁচ নম্বর আসামি।
আন্দোলনের সময়ে বিভিন্ন ভিডিও ফুটেজ এবং পুলিশের তদন্তে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকায় তাকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যা।
প্রতিনিধি/ এমইউ