জেলা প্রতিনিধি
১৭ মে ২০২৫, ০৮:২৯ এএম
ময়মনসিংহের তারাকান্দায় বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যু হয়েছে। পেশায় তারা ছিলেন শ্রমিক।
শুক্রবার (১৬ মে) বিকেল ৪টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের সিংহেরকান্দা গ্রাম এবং সকাল সাড়ে ১০টার দিকে বানিহালা ইউনিয়নের বাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন - রামপুর ইউনিয়নের সিংহেরকান্দা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে মজিবুর রহমান (৫৫) ও বানিহালা ইউনিয়নের বাতিয়ার লাউটিয়া টানপাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে মো. তারা মিয়া। মজিবর রহমান কৃষিকাজ ও তারা মিয়া দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে বাড়ির পাশে খেত থেকে ধান আনতে মাঠে যান মজিবুর। এ সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত শুরু হয়। একপর্যায়ে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান মজিবুর।
অন্যদিকে, বাতিয়া গ্রামের একটি পুকুরে কয়েকজন শ্রমিকের সঙ্গে মাটি কাটছিলেন তারা মিয়া। পাশেই একটি মোটরের মাধ্যমে জমিতে সেচ দেওয়া হচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে নাশতা খাওয়ার জন্য ওই মোটরের পানিতে হাত ধুতে যান তারা মিয়া। মোটরের ছেঁড়া তারের মাধ্যমে আগে থেকে বিদ্যুতায়িত হওয়া পানিতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে ছটফট করতে থাকেন তিনি। এ সময় অন্যান্য শ্রমিকরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান পৃথক ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিনিধি/ এমইউ