জেলা প্রতিনিধি
১৬ মে ২০২৫, ০৪:২৭ পিএম
টাঙ্গাইলে পেটে বাচ্চাসহ গাভি গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে সোহেল মিয়া নামে এক মাংস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৬ মে) সকালে টাঙ্গাইল পৌর শহরের বটতলা বাজারে ওই ব্যবসায়ীর কসাইখানায় গিয়ে জাতীয় ভোক্তা অধিদপ্তরের টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল জরিমানা করে।
সোহেল মিয়া টাঙ্গাইল সদর উপজেলার চিলাবাড়ির পাইকপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
জানা যায়, সোহেলের মাংসের দোকানে কসাইখানা পরিদর্শক সিল মারতে গিয়ে একটি গাভি গরু দেখতে পান। এরপর সদর উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি ডাক্তারকে খবর দিলে তিনি পরীক্ষা-নিরীক্ষার পর সেই গাভীটির পেটে দুই মাসের বাচ্চা রয়েছে শনাক্ত করে।
টাঙ্গাইল সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরের ভেটেরিনারি সার্জন ডা. শাহিন আলম বলেন, শহরের বটতলা বাজারে সোহেল মাংসের দোকানে একটি গাভি গরু জবাই করা হয়েছে জানতে পেরে গরুটি পরীক্ষা করে দেখেন ২ মাসের পেটে বাচ্চা রয়েছে। পরে ভোক্তা অধিদপ্তর থেকে সোহেল নামে ওই মাংস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
জাতীয় ভোক্তা অধিদফতরের টাঙ্গাইলের উপপরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, খবর পেয়ে মাংস ব্যবসায়ী সোহেলকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বিষয়টি স্বীকার করে। পরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ৭০ কেজি মাংস জব্দ মাটিতে পুঁতে রাখা হয়েছে।
এ সময় টাঙ্গাইল সদর উপজেলার সেনেটারী ইনচার্জ সাহিদা আক্তার, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল, এএস আই মিলন প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/ এজে