জেলা প্রতিনিধি
১৬ মে ২০২৫, ০২:৩৯ পিএম
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে সাবু মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ মে) সকাল ১১টার দিকে উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্ব ফরিদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: আলিকদমে গাড়ি খাদে পড়ে নিহত ১, আহত ২৩
নিহত সাবু মিয়া পূর্ব ফরিদপুর গ্রামের মৃত কাদের গাছুর ছেলে এবং ইউপির সাবেক নারী সদস্যা আলেয়া বেগমের স্বামী।
স্বজনরা জানায়, ওই সময় সাবু মিয়া প্রতিবেশীর একটি গাছে নারিকেল ছিঁড়তে ওঠেন। তখন হঠাৎ পড়ে গিয়ে নাক-কান দিয়ে রক্তক্ষরণ হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সাবুর মৃত্যু হয়।
আরও পড়ুন: গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
এ বিষয়ে পবনাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য খাইরুল আলম বলেন, গাছ থেকে পড়ে গিয়ে সাবু মিয়া নামের এক ব্যক্তির মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। এ ধরনের ঘটনা খুবই হৃদয়বিদারক।
প্রতিনিধি/ এমইউ