জেলা প্রতিনিধি
১৬ মে ২০২৫, ০৭:৫৪ এএম
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ও থাইংখালী এলাকায় অবৈধভাবে পরিচালিত চারটি করাতকল (স’মিল) উচ্ছেদ ও ২২০ ঘনফুট কাঠ জব্দ করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের খবর পেয়ে অপরাধীরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উক্ত অভিযানে নেতৃত্ব দেন - উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন এবং উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম।
এ অভিযানে অংশ নেন - থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাস, ওয়ালাপালং বিট কর্মকর্তা মো. আরাফাত, দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি ও মোছার খোলা টহল টিম, উখিয়া থানার পুলিশের একটি টিমসহ বনকর্মীরা।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শাহীনুল ইসলাম জানান, অবৈধ চারটি করাতকলের (স'মিল) যন্ত্রপাতি ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। দীর্ঘ দিন ধরে কিছু ব্যক্তি সুকৌশলে বনাঞ্চল ধ্বংস করে অবৈধভাবে করাতকল চালাচ্ছিলেন। অভিযানে মকবুল মিস্ত্রি, ইয়াসিন, জাহেদ ও আবু তাহেরের নাম উঠে আসে, যারা নিয়মিত এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে ‘করাতকল (লাইসেন্স) বিধিমালা ২০১২’-এর বিধি ৩, ৭(১)(ক) ও ৭(১)(খ) ধারায় একাধিক মামলা ইতিমধ্যে বিচারাধীন রয়েছে।
তিনি আরও বলেন, "বন ও বনজ সম্পদ রক্ষায় আমরা দৃঢ় অবস্থানে আছি । যত বড় প্রভাবশালী হোক না কেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এমইউ