জেলা প্রতিনিধি
১৬ মে ২০২৫, ০৩:৪৫ এএম
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—সাজাপ্রাপ্ত আব্দুল হক (২৫) এবং নিয়মিত মামলার আসামি খাইরুল ইসলাম রকি (২১)।
আব্দুল হক শায়েস্তাগঞ্জ উপজেলার চানপুর (প্রকাশ সুতাং) এলাকার মৃত সোবহান মিয়ার ছেলে। আর রকি মাধবপুর উপজেলার শাকুচাইল গ্রামের ছালেহ উদ্দিনের ছেলে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্তি নাথ জানান, বুধবার (১৪ মে) দিবাগত রাতে পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আব্দুল হক ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। আর রকির বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রতিনিধি/এইউ