জেলা প্রতিনিধি
১৫ মে ২০২৫, ১১:৪৪ পিএম
চাঁদপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে পাঙাশ ধরার ৩টি চাই ও ছোট মাছ ধরার কাজে ব্যবহৃত ৩৫০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকালে ডাকাতিয়া নদীতে এবং বিকেলে মেঘনা নদীর পুরান বাজার রনাগোয়াল এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে এই অভিযান চালায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রাতে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে সকালে অভিযান শুরু হয়। সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ডাকাতিয়া নদী থেকে ৩৫০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে বিকেলে শহরের পুরান বাজার রনাগোয়াল এলাকায় আরও একটি অভিযান চালানো হয়। সেখানে পাওয়া যায় ৩টি পাঙাশ ধরার চাই। চাইগুলোর ভেতর থাকা ৭০ কেজি পাঙাশের পোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, জব্দ করা জাল ও চাইগুলো কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে রাখা হয়েছে। এগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে।
এছাড়া দেশীয় প্রজাতির রেনুপোনা ও ছোট মাছ রক্ষায় অবৈধ জাল এবং ফাঁদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলেও জানান তিনি।
প্রতিনিধি/এইউ