জেলা প্রতিনিধি
১৫ মে ২০২৫, ০৯:৩০ পিএম
কুষ্টিয়ায় বজ্রপাতে বিজয় হোসেন(২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বেলা সাড়ে তিনটার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদাখাড়ারা গ্রামে এই বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত বিজয় মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা খাড়ারা এলাকার শামসুদ্দিনের ছেলে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, বেলা সাড়ে তিনটার দিকে বাড়ির পাশের একটি মাঠে ওই যুবক কৃষি কাজ করছিল। এসময় বজ্রপাত হলে সে গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যেহেতু এবিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেন নাই তাই সুরোতহাল রিপোর্ট শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/ এজে