জেলা প্রতিনিধি
১৫ মে ২০২৫, ০৭:৪৪ পিএম
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় টাঙ্গাইলের ভূঞাপুরে পার্টনার কংগ্রেস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) দিনব্যাপি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই পার্টনার কংগ্রেস সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ দুলাল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মো. মোখলেছুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা সমবায় অফিসার জাকির হোসেন প্রমুখ।
এতে উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি অধিদপ্তর, কৃষি উদ্যোক্তা, কৃষক-কৃষাণি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ ১০০ জন ব্যক্তি সম্মেলনে অংশ নেন। সম্মেলনে বক্তারা মাঠ পর্যায়ে কৃষক সমিতি ও তাদের উৎপাদিত ফসল উৎপাদন বৃদ্ধি এবং বাজারজাতকরণে আলোচনা করেন।