images

সারাদেশ

ফেনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন: বিজয়ীদের পুরস্কৃত

জেলা প্রতিনিধি

১৪ মে ২০২৫, ১০:৫৯ পিএম

ফেনীতে তিন দিনব্যাপী ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হয়েছে। শহরের খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেশিয়ামে বুধবার সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

বিজ্ঞান প্রকল্পে সিনিয়র শাখায় ফেনী সরকারি কলেজ প্রথম, ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় এবং দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ তৃতীয় স্থান অর্জন করে।

জুনিয়র শাখায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রথম, ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং দাগনভূঞা একাডেমি তৃতীয় হয়। বিশেষ শাখায় বিএসটিসি প্রথম, রেক্স দ্বিতীয় ও জয়নাল হাজারী কলেজ তৃতীয় স্থান পায়।

কুইজ প্রতিযোগিতায় জুনিয়র বিভাগে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং সিনিয়র বিভাগে ফেনী সরকারি কলেজ প্রথম স্থান লাভ করে।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতেমা সুলতানা। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফী উল্লাহ।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন বলেন, “এই বিজ্ঞানের যুগে টিকে থাকতে হলে জ্ঞান ও উদ্ভাবনী শক্তি অর্জন করতে হবে। পড়ালেখার বিকল্প নেই। শিক্ষার্থীদের উচিত আত্মনির্ভরশীল হয়ে উঠা।”

সভাপতির বক্তব্যে ফাতেমা সুলতানা বলেন, “শুধু সার্টিফিকেট নয়, প্রযুক্তিতে দক্ষতা অর্জন জরুরি। ভোকেশনাল শিক্ষার মাধ্যমে আত্মকর্মসংস্থান সম্ভব।”

উল্লেখ্য, গত সোমবার জেলা প্রশাসক পাতার ইসলাম মেলার উদ্বোধন করেন।

প্রতিনিধি/একেবি