images

সারাদেশ

সাদুল্লাপুরে নতুন ভোটকেন্দ্র করার দাবি এলাকাবাসীর

জেলা প্রতিনিধি

১৪ মে ২০২৫, ০১:৪৭ পিএম

জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য গাইবান্ধার সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়নের চন্ডিপুর ও একবারপুর গ্রামের সহস্রাধিক মানুষ তিন কিলোমিটার দূরে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় চার লেনের মহাসড়ক পার হয়ে ভোট দিতে গিয়ে সড়ক দুর্ঘটনাসহ নানান ধরনের ঝুঁকি ও দুর্ভোগে পড়তে হয় তাদের। এসব বিষয় থেকে পরিত্রাণ পেতে স্থানীয় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপ-ভোটকেন্দ্র করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চন্ডিপুর ও একবারপুর গ্রামবাসী।

বুধবার (১৪ মে) উপজেলার ইদিলপুর ইউনিয়নের চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন এসব ভুক্তভোগী।

তাদের এই দাবিতে সংহতি প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ। এতে বক্তব্য রাখেন - গ্রামবাসীর পক্ষে মুছা আলী, জয়নাল মিয়া, আব্দুস ছাত্তারসহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য চন্ডিপুর ও একবারপুর গ্রামের সহস্রাধিক ভোটার তাদের ভোট প্রদান করে চলছেন। তখন রংপুর-ঢাকা চার লেনের মহাসড়ক পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তিন কিলোমিটার দূরে আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়ার জন্য যেতে হয়। এ সময় একটু বৃষ্টি হলে গ্রামীণ কাচা রাস্তায় চলা-ফেরা করা দুষ্কর। এছাড়া সম্প্রতি মহাসড়কে আইলেন থাকায় অনেক দূর দিয়ে ঘুরে-ঘুরে দুর্ঘটনার শঙ্কা নিয়ে ভোটকেন্দ্রে যেতে হয়।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মোমেন বলেন, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ভোটকেন্দ্র করার জন্য গ্রামবাসীর লিখিত আবেদন পাওয়া গেছে। কর্তৃপক্ষের নির্দেশনা পেলে সেটি বাস্তবায়নের চেষ্টা করা হবে।

প্রতিনিধি/ এমইউ