images

সারাদেশ

আশুলিয়ায় নিখোঁজের ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি

১৪ মে ২০২৫, ১২:২৯ পিএম

সাভারের আশুলিয়ায় নিখোঁজের ১২ ঘণ্টা পর মাছের ঘের থেকে ২ মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার বাইপাইলের শান্তিনগর এলাকায় একটি মাছের ঘের থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো- পাবনার আমিনপুর থানার রতন মিয়ার ছেলে লিমন হোসেন (১০) এবং জামালপুরের মাদারগঞ্জ থানার জিয়াউল হোসেনের ছেলে মানিক হোসেন (৮)। তারা আশুলিয়ার বাইপাইল এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করত।

আরও পড়ুন

ঘরে ঢুকে বৃদ্ধাকে হত্যা করল দুর্বৃত্তরা

নিহতের স্বজনরা জানান, গতকাল রাত থেকে নিখোঁজ ছিল শিশুরা। অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে বাসার পাশের এলাকার পুকুরে শিশু দু’টির মরদেহ পানিতে ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দু’টি উদ্ধার করে।

আশুলিয়া থানার এসআই মো. সাইফুল্লাহ আকন্দ জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

প্রতিনিধি/এসএস