জেলা প্রতিনিধি
১৪ মে ২০২৫, ০৮:৪০ এএম
সিলেটের জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) সিলেটের জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে থাকাবস্থায় শিপন চার্জ থেকে খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে শিপনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিপন জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া গ্রামের বাবুল বিশ্বাসের ছেলে।
বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিপনের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ