জেলা প্রতিনিধি
১৩ মে ২০২৫, ১০:২৪ পিএম
টানা ২৯ দিনের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভিসি ড. শুচিতা শরমিনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. তৌফিক আলমকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) রাত পৌনে ১০টায় বিষয়টি নিশ্চিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এএসএম কাসেম। তিনি জানান, ‘ববি ভিসিকে অপসারণ করা হয়েছে। খুব দ্রুতই প্রজ্ঞাপন সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’ একই সঙ্গে ড. শুচিতা শরমিনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক পদে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, ভিসি’র অপসারণ দাবিতে শিক্ষার্থীদের টানা কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করা হয়। এতে উভয়পাশে যানজট তৈরি হয় এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
এছাড়া, সোমবার রাত থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে ১৩ জন শিক্ষার্থী আমরণ অনশনে বসেন, যাদের মধ্যে ৫ জন মঙ্গলবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন। শিক্ষার্থীদের এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও আন্দোলনে সংহতি জানান। পাশাপাশি প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেন ১১ জন শিক্ষক।
রাত ৯টার দিকে ভিসি অপসারণের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে আনন্দের বন্যা বইয়ে যায়। এরপর তারা আনন্দ মিছিল করে ক্যাম্পাসে বিজয়ের উল্লাস প্রকাশ করেন।
শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলন শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পরিবর্তন শিক্ষাক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।
প্রতিনিধি/একেবি