images

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ৩০ দিনব্যাপী শিল্প পণ্য বাণিজ্য মেলার উদ্বোধন 

জেলা প্রতিনিধি

১৩ মে ২০২৫, ০৮:৫৩ পিএম

জাকজমকপুর্ন আয়োজন ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে ৩০ দিনব্যাপী শিল্প পণ্য বাণিজ্য মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা সোয়া ৬টায় ড্রীম ফ্যাশন এর সার্বিক ব্যবস্থাপনায় ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে প্রধান অতিথি হিসেবে এর মেলার শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরিফ। 

Thakur_1

তিনি বলেন, এলাকায় তেমন মেলা আয়োজনের মাঠ না থাকায় মানুষজন তেমন বিনোদন উপভোগ করতে পারেনি। সেই বিনোদন প্রদানের লক্ষ্যে এবং সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন দেশী ও বিদেশি পণ্যের সমারোহ নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে। এই মেলা সকলে মিলে উপভোগ করবো ও মেলা শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। 

Thakur_5

এসময় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজসহ অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Thakur_4

মেলায় শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের রাইডস ও মুখরুচক খাবারের দোকান, দেশি-বিদেশি বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী, পোশাক ও আসবাবপত্রের ৩৫ টি স্টল বসানো হয়েছে।

Thakur_2

এছাড়াও উদ্ধোধনি দিনেই মেলায় মানুষের ভালো সমাগম লক্ষ্য করা গেছে। 

প্রতিনিধি/ এজে