images

সারাদেশ

পঞ্চগড়ে বিজিবি সদস্য সিপাহী সুরাঞ্জন কুমারের স্বপরিবারে ইসলাম গ্রহণ

জেলা প্রতিনিধি

১৩ মে ২০২৫, ০৭:৩০ পিএম

পবিত্র ইসলাম ধর্মের রীতি-নীতি, মুসলমানদের আচার-আচরণ ও সংস্কৃতিতে অনুপ্রাণিত হয়ে বিজিবি সদস্য সিপাহী সুরাঞ্জন কুমার তার স্বপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি বর্তমানে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) সদস্য হিসেবে কর্মরত রয়েছেন।

পঞ্চগড় ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জামাল উদ্দিন মঙ্গলবার (১৩ মে) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন।

ইসলাম ধর্ম গ্রহণের পর সিপাহী সুরাঞ্জন কুমার নতুন নাম গ্রহণ করেছেন মো. আবু সুফিয়ান (৩০), তার স্ত্রী রূপা রানী দাস হয়েছেন মোছা. সামিয়া জান্নাত (২৪), কন্যা উষসী রানী দাস হয়েছেন মোছা. সাবিহা সুলতানা (৪) এবং ছেলে সায়ান দাস হয়েছেন মো. আবু সানাফ (১৮ মাস)।

নতুন মুসলিম আবু সুফিয়ান রাজশাহী জেলার বাঘা থানার কলিগ্রাম গ্রামের বাসিন্দা। তিনি ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর নোটারি পাবলিকের মাধ্যমে এবং ২৪ অক্টোবর পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এফিডেভিটের মাধ্যমে তার পরিবারসহ ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে মো. আবু সুফিয়ান বলেন, ‘ইসলাম ধর্মে সৃষ্টিকর্তা এক ও অদ্বিতীয়। সমস্ত সৃষ্টি জগতের একমাত্র মালিক আল্লাহ তায়ালা।” তাঁর স্ত্রী মোছা. সামিয়া জান্নাত বলেন, “আল্লাহ নিরাকার ও অবিনশ্বর। আমরা উভয়েই বিশ্বাস করি, হযরত মোহাম্মদ (সা.) সর্বশেষ নবী ও রাসূল। এই বিশ্বাস থেকেই আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি।’

তারা আরও জানান, ইসলাম ধর্ম গ্রহণের সময় তারা কারো প্ররোচনায় নয়, বরং স্বজ্ঞানে এবং সুস্থ মস্তিষ্কে এই সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে আল্লাহর রহমতে তারা সুস্থ এবং ভালো আছেন, এবং সবার কাছে দোয়া কামনা করেছেন।

প্রতিনিধি/একেবি