জেলা প্রতিনিধি
১৫ জুন ২০২২, ১০:১৩ পিএম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৩ হাজার ২১৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মঞ্জুর কাদির শাফি এলিম। তিনি নৌকা প্রতীক নিয়ে ৪৯ হাজার ৯২০ ভোট পেয়েছেন।
তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাবেক ছাত্রলীগ নেতা ভিপি সফিক উদ্দিন ঘোড়া প্রতীকে ১৬ হাজার ৭০৭ ভোট পেয়েছেন।
বুধবার (১৫ জুন) রাতে মঞ্জুর কাদির শাফি এলিমকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা।
ফলাফল অনুযায়ী, ২ লাখ ৪০ হাজার ১ শত ভোটারদের মধ্যে ৬৭ হাজার ৫ শত ৫১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৬৬ হাজার ৬ শ ২৭টি ভোট বৈধ ও ৯ শ ২৪টি ভোট বাতিল ঘোষণা করা হয়।
এরআগে, বুধবার সকাল ৯টায় উপজেলার ১০২টি ভোটকেন্দ্রে ব্যালেট পেপারের মাধ্যমে ভোটের কার্যক্রম শুরু হয়। শান্তিপূর্ণভাবে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়।
প্রতিনিধি/এইচই