জেলা প্রতিনিধি
১২ মে ২০২৫, ১০:৪৫ পিএম
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. শামছুল আলম বলেছেন, ‘ক্যারিয়ার গঠনের মাধ্যমে মাদরাসা শিক্ষার্থীদের দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে নৈতিক জ্ঞান অর্জন করাও অপরিহার্য।’
তিনি এ কথা বলেন গতকাল সোমবার সকালে সোনাগাজী ইসলামিয়া কামিল মাদরাসার কামিল প্রথম ব্যাচের পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে।
এ সময় তিনি আরও বলেন, ‘মাদরাসার শিক্ষার্থীরা হচ্ছেন নায়েবে রাসূল (সঃ)। এজন্য তাদের নৈতিক চরিত্রসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বড় মানুষ হতে হলে পরিশ্রম করতেই হবে—এটাই পৃথিবীর ইতিহাস।’
সোনাগাজী ইসলামিয়া কামিল (মাস্টার্স) মাদরাসার প্রথম ব্যাচের কামিল শ্রেণির দোয়া ও বিদায় অনুষ্ঠান দেশবরেণ্য শতাধিক শিক্ষাবিদ, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিশিষ্টজনদের মিলনমেলায় পরিণত হয়।
সোমবার সকালে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম খলিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. শামছুল আলম।
প্রধান আলোচক ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা আবু ইউসুফ খান, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ড. মো. শাহাজাহান আল মাদানী, ফেনী আল জামেয়াতুল ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ফারুক আহমেদ, কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর পরিচালক আলহাজ্ব শামছুল হক এম.কম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: সোনাগাজী পৌরসভার সাবেক মেয়র জামাল উদ্দিন সেন্টু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা, ইসলামী ব্যাংক সোনাগাজী শাখার ম্যানেজার মনসুর আলম, সোনাগাজী ও আশপাশের বিভিন্ন মাদরাসার অধ্যক্ষবৃন্দ, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, দেশের বিভিন্ন স্থানে কর্মরত সোনাগাজীর গর্বিত শিক্ষক-শিক্ষাবিদ, এবং নানা শ্রেণি-পেশার বিশিষ্ট প্রতিনিধিরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদরাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা হারুনুর রশিদ ও মাওলানা আবুল কাশেম। শেষে দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হোসাইন।
প্রতিনিধি/একেবি