জেলা প্রতিনিধি
১২ মে ২০২৫, ০৭:৩৩ পিএম
চাঁদপুরের মতলব দক্ষিণে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাবার প্রস্তুতের দায়ে এক ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ মে) দুপুরে উপজেলার শান্তিরহাট বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, ‘শান্তিরহাট বাজারে অভিযান চালিয়ে দেখা যায়, মির্জা ব্রেড অ্যান্ড সুইটস কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছে, এবং পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ নেই। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
অভিযুক্ত প্রতিষ্ঠানটি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেছে। অভিযানে জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সহায়তা প্রদান করে।
জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
প্রতিনিধি/একেবি