জেলা প্রতিনিধি
১২ মে ২০২৫, ০৭:০১ পিএম
চুয়াডাঙ্গার দর্শনায় পারিবারিক বিরোধের জেরে রিয়াদ হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (১২ মে) দুপুরে দর্শনা ছয়ঘরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রিয়াদ হোসেন ছয়ঘরিয়া গ্রামের কৃষক জিয়াউর রহমানের ছেলে এবং স্থানীয় মেমনগর বিপ্রদাস (বিডি) মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন।
খবর পেয়ে দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত রিয়াদের বাবা জিয়াউর রহমানের সঙ্গে প্রতিবেশী হযরত আলীর দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ছিল। আজ দুপুরে গোবর শুকানোর নিয়ে শুরু হয় কথাকাটাকাটি। এক পর্যায়ে হযরত আলী ঘর থেকে ধারালো দা এনে, রিয়াদের বাবা-মায়ের চোখের সামনে কিশোর রিয়াদের গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে হামলা চালায় ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা বলেন, ‘এই হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা উদঘাটন সম্ভব হবে।’
প্রতিনিধি/একেবি