images

সারাদেশ / শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনের মঞ্চ প্রস্তুত 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১২ মে ২০২৫, ০৫:৪১ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নির্মিত বিশাল মঞ্চের কাজ প্রায় সম্পন্ন। প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে চলছে মঞ্চ নির্মাণ ও সাজসজ্জার কাজ।

সমাবর্তনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এই আয়োজনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, আর সর্বত্র বিরাজ করছে এক আনন্দঘন উৎসবমুখর পরিবেশ। ইতোমধ্যে গ্র্যাজুয়েটদের মাঝে গাউন বিতরণ শুরু হয়েছে। পাশাপাশি অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতিও দ্রুতগতিতে এগিয়ে চলছে।

সমাবর্তন উদযাপন কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটওয়ারী বলেন, ‘এবারের সমাবর্তন বিশ্বের সবচেয়ে বড় সমাবর্তন হতে যাচ্ছে। প্রায় সব প্রস্তুতি শেষ পর্যায়ে। আমরা আশাবাদী, গ্র্যাজুয়েটরা একটি স্মরণীয় অভিজ্ঞতা পাবেন।’

chobi

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ (চতুর্থ) সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। দীর্ঘ ৯ বছর পর আয়োজিত এ সমাবর্তন ঘিরে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

প্রতিনিধি/একেবি