জেলা প্রতিনিধি
১২ মে ২০২৫, ০৪:২৫ পিএম
টাঙ্গাইলের ঘাটাইলে পরীক্ষা শেষ বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় আল আমিন (৬) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছেন।
সোমবার (১২ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলার কুলিয়া জামালপুর মসজিদ সংলগ্নে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন উপজেলার খিলপাড়া গ্রামের মৃত মাহমুদ আলির ছেলে। সে পার্শ্ববর্তী বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
প্রধান শিক্ষক দেওয়ান আবু ওবায়দা জানান, আল আমিন প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার সময় রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি অটোরিকশা আল আমিনকে ধাক্কা দিলে সড়কেই ছিটকে পড়ে যায়। এতে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/ এজে