images

সারাদেশ

সাউথইস্ট ব্যাংক ও গ্রাহকের টাকা তছরুপের অভিযোগে সেই কর্মকর্তা গ্রেফতার

জেলা প্রতিনিধি

১২ মে ২০২৫, ০৯:৩৮ এএম

ফেনীতে ব্যাংক ও গ্রাহকদের কোটি টাকা নিয়ে গা-ঢাকা দেওয়া সাউথইস্ট ব্যাংক কর্মকর্তা জিয়াউল হককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ মে) দিবাগত রাতে ফেনী শহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার জিয়াউল হক ছাগলনাইয়া উপজেলার পশ্চিম পাঠাননগর এলাকার আব্দুল হকের ছেলে। তিনি সাউথইস্ট ব্যাংক পিএলসির দাগনভূঞা উপজেলার সিলোনীয়া শাখায় জুনিয়র কর্মকর্তা হিসেবে ৭ বছর ধরে কর্মরত রয়েছেন। এরআগে ৬ মে তৎকালীন ব্যাংকটির ম্যানেজার কামরুজ্জামান ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যাংকের এবং গ্রাহকের টাকা তছরুপের অভিযোগে দাগন ভূঁইয়া থানায় মামলা দায়ের করেন।

thumbnail_IMG-20250511-WA0075

জানা যায়, ২০১৮ সালে ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজারে শাখা উদ্বোধন করে সাউথইস্ট ব্যাংক। উদ্বোধনের পর থেকেই কর্মরত রয়েছেন জুরিয়র কর্মকর্তা জিয়াউল হক। তার কর্মস্পৃহা ও যোগাযোগ দক্ষতায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে চালু হওয়া এ শাখাটি গ্রাহক বান্ধব হয়ে ওঠে। কিন্তু বিগত কয়েকমাস ধরে তিনি গ্রাহকদের টাকা নিয়ে টালবাহানা শুরু করেন। সর্বশেষ রোববার (৪ মে) ব্যাংকের অভ্যন্তরীন অডিট টিম ওই শাখায় কাজ শুরু করলে তিনি পালিয়ে যান। এদিকে ৫ মে সোমবার বিষয়টি জানাজানি হলে ব্যাংকের গ্রাহক ও জিয়াউল হকের কাছে পাওনাদার ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং শাখায় এসে হৈ-হুল্লোড শুরু করে। অনেক গ্রাহক ব্যাংকে এসে তাদের হিসাবের স্থিতি চেক করতে ভিড় জমান। গ্রাহকদের ধারণা, আরটিজিএস এর মাধ্যমে তিনি রেমিটেন্সের কোটি টাকা নিয়ে হঠাৎ উধাও হয়ে গেছেন। 

thumbnail_1000405233

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, জিয়াউল হক এ শাখায় জুনিয়র অফিসার হিসেবে রেমিটেন্স শাখায় কাজ করেন। তিনি আরটিজিএস এর দায়িত্বে থেকে গ্রাহকের টাকা বেহাত করেছেন বলে ধারণা করা হচ্ছে।

রোববার (৪ মে) ঢাকা থেকে ব্যাংকের অডিট টিমের প্রধান অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট রেজাউল কবিরের নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম শাখায় এলে জিয়াউল হঠাৎ উধাও হয়ে যান। ব্যাংক ও গ্রাহকের টাকা তছরুপের ঘটনায় ব্যাংকের ম্যানেজার কামরুজ্জামান বাদী হয়ে দাগনভূঞা থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন

ফেনীতে গ্রাহকের কোটি টাকা নিয়ে লাপাত্তা সাউথইস্ট ব্যাংক কর্মকর্তা

ব্যাংকের গ্রাহক প্রবাসী শফি উল্লার স্ত্রী জোসনা বেগম জানান, ব্যাংকের এ শাখার মাধ্যমে ১৬ লাখ টাকা বিদেশ থেকে তার স্বামী রেমিটেন্স পাঠিয়েছেন। ব্যাংকের কর্মকর্তা জিয়াউল হক পালিয়ে গেছেন শুনে টাকা উঠিয়ে নিতে ব্যাংকে এসে টাকা উঠাতে পারেননি। এমতাবস্থায় তিনি মানসিক দুশ্চিন্তায় ভুগছেন।

আজাদ নামের এক গ্রাহক জানায়, আমি দীর্ঘদিন ধরে কর্মকর্তা জিয়াউল হককে দিয়ে আরটিজিএস এর মাধ্যমে টাকা লেনদেন করতাম। তার কাছে আমার ৪০ লাখ টাকা রয়েছে। সোমবার ব্যাংকে এসে দেখি জিয়াউল নাই। সে নাকি পালিয়ে গেছে। ম্যানেজারকে বিষয়টি জানালে তিনি আমাকে ধৈয্য ধরতে অনুরোধ করেন।

thumbnail_1000405232

জানতে চাইলে সাউথইস্ট ব্যাংক সিলোনিয়া শাখা ব্যবস্থাপক ও সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. ইউনুস বলেন, আমি গত ৬ মে তারিখে এ শাখায় যোগদান করেছি। ৫০ লাখ টাকা তছরুপের ঘটনায় তৎকালীন ম্যানেজার একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় জিয়াউল হককে পুলিশ গ্রেফতার করেছে বলে শুনেছি। তছরুপের ঘটনায় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করে গিয়েছেন। কিন্তু তারা তদন্তে কি তথ্য পেয়েছেন সে বিষয়ে আমি কিছু জানি না। 

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে ফেনী শহর থেকে ব্যাংক কর্মকর্তা জিয়াউল হক গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস