images

সারাদেশ

স্কুল-কলেজের শিক্ষার্থীদের পবিত্র কোরআন মাজিদ দিল ছাত্রশিবির

জেলা প্রতিনিধি

১২ মে ২০২৫, ০৮:২৮ এএম

ফেনীর দাগনভূঞায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন বিতরণ করা হয়েছে।

রোববার (১১ মে) বিকেলে উপজেলার কোরাইশমুন্সি ফাজিল মাদরাসায় ১১ মে ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির দাগনভূঞা (উত্তর) উপজেলা শাখা।

আরও পড়ুন

কোরআন দিবসে ছাত্রশিবিরের কোরআন বিতরণ

এতে প্রধান অতিথি থেকে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন তুলে দেন শিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা। শিবিরের দাগনভূঞা উপজেলা উত্তর শাখার সভাপতি মাঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবির ফেনী জেলা শাখার সভাপতি আবু হানিফ হেলাল ও মাওলানা আবদুজ জাহের। অনুষ্ঠানে ১১ মে কোরআন দিবসের আলোচনা শেষে অর্ধশতাধিক শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন তুলে দেন অতিথিরা।

প্রতিনিধি/এসএস