জেলা প্রতিনিধি
১২ মে ২০২৫, ০৮:০৪ এএম
হবিগঞ্জ জেলার চুনারুঘাটে প্রতিবন্ধী নারী ধর্ষণের ঘটনায় দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১১ মে) দিনগত রাতে পুলিশ এ বিষয়টি জানিয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন - উপজেলার গাজীপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের আব্দুস শহিদ বুদিয়ার ছেলে আবু সিদ্দিক (৪০) ও আবু তাহের (৩৬)।
আরও পড়ুন: ধর্ষণের শিকার স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
রোববার (১১ মে) দিনগত রাতে এসব বিষয় নিশ্চিত করেন চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) শফিকুর রহমান। এর আগে সকালে তার নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে ওই দু’জনকে গ্রেফতার করে।
মামলা সূত্রে জানা গেছে, ধর্ষিতা নারী মানসিক ভারসাম্যহীন। ওই নারীকে দীর্ঘ দিন একটি চক্র পালাক্রমে ধর্ষণ করে আসছিল। লাগাতার ধর্ষণের কারণে ভিকটিম প্রতিবন্ধী নারী বর্তমানে সাত মাসের গর্ভাবস্থায় আছে।
ভুক্তভোগীর বাবা বলেন, আমার মেয়ে ধর্ষণের শিকার হলে আমি এলাকার কয়েকজন সমাজপতিদের কারণে সময়মতো আইনের আশ্রয় নিতে পারিনি। তারা আমাকে বিচার-সালিশের মাধ্যমে উক্ত ঘটনা শেষ করে দিবে বলে আশ্বাস প্রদান করেন। বিচার না পেয়ে আইনের আশ্রয় নিয়েছি।
আরও পড়ুন: বাবাকে হত্যা করে পুলিশকে খবর দিলো মেয়ে
মামলার তদন্তকারী কর্মকর্তা চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) শফিকুর রহমান বলেন, ভুক্তভোগী এবং তার বাবা থানায় আসার সঙ্গে সঙ্গে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু করেছি। আমরা দু’জনকে গ্রেফতার করেছি। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
তিনি বলেন, যদি কোনো সমাজপতির মাধ্যমে ভুক্তভোগী ও তার পরিবার নির্যাতনের শিকার হয়ে থাকে, তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/ এমইউ