images

সারাদেশ

কোরআন দিবসে ছাত্রশিবিরের কোরআন বিতরণ

উপজেলা প্রতিনিধি

১১ মে ২০২৫, ০৮:৪৬ পিএম

ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পবিত্র কোরআন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (১১ মে) বিকেলে রাণীশংকৈল উপজেলার দক্ষিণপাড়ায় জামায়াত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির ঠাকুরগাঁও জেলা সেক্রেটারি আল আমিন। সভাপতিত্ব করেন পৌর শিবির সভাপতি রেজাউল করিম এবং সঞ্চালনায় ছিলেন রকিব হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিরা। বক্তারা ১১ মে’র শহীদদের স্মরণ করেন এবং কোরআনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে ৯০ জন শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ করা হয়।

প্রতিনিধি/এফএ