images

সারাদেশ

বিএনপি নেতার বাড়িতে লুকিয়ে ছিলেন যুবলীগ নেতা

জেলা প্রতিনিধি

১১ মে ২০২৫, ০৭:৩৬ পিএম

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর ভাইজি জামাই সাইফুল ইসলাম বাবুকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১১ মে) সকালে ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  সৈয়দ জুবায়েরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাইফুল ইসলাম বাবু ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ও আমির হোসেন আমুর গ্রামের বাড়ির তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন

দর্শনা চেকপোস্ট থেকে সাবেক আ. লীগ নেতা গ্রেফতার

স্থানীয় সূত্রে জানা গেছে, জুবায়ের ও বাবুর বাড়ি সদর উপজেলার রাজপাশা গ্রামে। সরকার পরিবর্তনের পর বাবু প্রায়ই বিএনপি নেতা জুবায়েরের বাড়িতে রাত্রিযাপন করতেন। শনিবার রাতেও তিনি সেখানে অবস্থান করছিলেন। রোববার সকালে জুবায়েরের বাড়ির সামনে থেকে শেখেরহাট ক্যাম্পের পুলিশ তাকে আটক করে। পরে তাকে ঝালকাঠি সদর থানায় নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে আদালতে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম বলেন, বাবুকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস