images

সারাদেশ

জীবননগর সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে আটক ১৪

জেলা প্রতিনিধি

১১ মে ২০২৫, ০৭:১৪ পিএম

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১১ মে) সকালে উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের আটক করা হয়। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক সাইফুল ইসলাম। পরে আটক ব্যক্তিদের জীবননগর থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

সুন্দরবনে পুশইন করা ৭৮ জন মুসলিম ভারতের

বিজিবি জানায়, রোববার সকালে সীমান্ত ইউনিয়নের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে ১৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ২ জন শিশু, ৩ জন নারী এবং ৯ জন পুরুষ রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিজিবিকে জানিয়েছেন, ছয় মাস আগে ভালো কাজের আশায় তারা বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং আজ অবৈধভাবে বাংলাদেশে ফিরছিলেন।

thumbnail_1000023955

আটক ব্যক্তিরা হলেন- বাগেরহাট জেলার ঘাটবিল গ্রামের শাহাদত কাজীর ছেলে মোহাম্মদ হাসান কাজী (৩৭), মৃত মোশারফ কাজীর মেয়ে সেলিনা বেগম (৩৫), হাসান কাজীর ছেলে মোহাম্মদ সালমান কাজী (১৫), মো. শাকিব কাজী (১২), যশোর জেলার বসতপুর গ্রামের মৃত আব্দুর রব মুন্সির ছেলে মো. ইউনুস আলী (৩৬), বহিলাপোতা গ্রামের চান মিয়ার ছেলে মো. হোসেন আলী (৪৯), শাঁখারি পোতা গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মো. আজিজুর রহমান (২৬), বহিলাপোতা গ্রামের মো. ইসলাম মোল্লার ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৮), কলসি গ্রামের মৃত আহমেদ সরদারের ছেলে মোসাম্মৎ আদরী (২৭), ঘীবা গ্রামের হাফিজুর রহমানের ছেলে মো. সোহেল হোসেন (১৮), চাচরা গ্রামের মোহাম্মদ তবিবুর রহমানের ছেলে মো. জাহিদুর রহমান (৫০), খুলনা জেলার মুক্তার আলী গাজীর মেয়ে নাজমা খাতুন (৩৬), নোয়াখালী জেলার ওয়াসেকপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে মো. ইলিয়াস (৩৭) ও খাগড়াছড়ি জেলার হাতির খোদা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ ইউসুফ নবী (২৬)।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, বিজিবির মাধ্যমে আটক ১৪ জনকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস