images

সারাদেশ

আ.লীগ নিষিদ্ধের খবরে পাবনায় আনন্দ মিছিল  

জেলা প্রতিনিধি

১১ মে ২০২৫, ০৯:০০ এএম

ছাত্র-জনতার ওপর গণহত্যার দায়ে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই ঘোষণার সঙ্গে সঙ্গে পাবনায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন ছাত্র-জনতা।

শনিবার (১০ মে) রাত ১১টার দিকে নিষিদ্ধ ঘোষণার পরপরই জুলাই বিপ্লবের স্মৃতিবিজড়িত পাবনার শহীদ চত্বরে সমবেত হতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় তারা আনন্দ-উল্লাস করছিলেন। 

পরে বৈষম্যবিরোধী শিক্ষার্থী এবং জামায়াত-শিবিরের পৃথক দু’টি আনন্দ মিছিল বের করা হয়। মিছিল দু’টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ চত্বরে এসে শেষ হয়। এ সময় একে অপরকে মিষ্টি বিতরণ করেন তারা।

মিছিলে নেতৃত্ব দেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান, পৌর জামায়াতের আমির উপাধ্যক্ষ আব্দুল লতিফ, শহর ছাত্রশিবিরের সভাপতি ফিরোজ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক বরকতউল্লাহ ফাহাদ প্রমুখ।

মিছিলের পর বক্তারা বলেন, আজকে জুলাই বিপ্লব কিছুটা পূর্ণতা পেল। পরিপূর্ণতা পাবে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে। এই শহীদ চত্বরে আমাদের দু’জন ভাইকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আজ সেই শহীদদের আত্মা শান্তি পাবে।

প্রতিনিধি/ এমইউ