images

সারাদেশ

ঋণের চাপে বৃদ্ধের আত্মহত্যা

জেলা প্রতিনিধি

১০ মে ২০২৫, ০৫:৫১ পিএম

হবিগঞ্জ জেলার বাহুবলে প্রতিনিয়ত পাওনাদারের তাগাদা সহ্য করতে না পেরে ঋণগ্রস্ত আঞ্জব আলী (৫৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত মামদ আলী ছেলে।

শনিবার (১০ মে) দুপুরে বাহুবল থানার একদল পুলিশ বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

নবীনগরে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ নিহত ৩

পরিবার সূত্রে জানা যায়, আঞ্জব আলী পরিবারের ভরণ পোষণসহ নানা কারণে ঋণ করেছিলেন। পাওনাদারের জ্বালায় তিনি অতিষ্ঠ হয়ে উঠেন। সকাল বা ভোরে এক সময় বাড়ির পাশে একটি গাছে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

পরিবারের সদস্যরা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে বাহুবল থানা পুলিশ লাশের সুরতহাল করে উদ্ধার করেছে। বাহুবল মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/এসএস