images

সারাদেশ

না‌জিরপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

১০ মে ২০২৫, ০৫:০৪ পিএম

পি‌রোজপু‌রের না‌জিরপু‌রে বিস্ফোরক মামলার আসামি যুবলীগ লীগ নেতা মো. আল-মামুন হাওলাদারকে গ্রেফতার করেছে নাজিরপুর থানা পুলিশ।

শুক্রবার (৯ মে) দিবাগত রাতে উপ‌জেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের নিজ বাসভবন থেকে তা‌কে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মামুন হাওলাদার (৪০) উপ‌জেলার কলারদোয়ানিয়া ইউনিয়‌নের কলারদোয়ানিয়া গ্রামের মো. আব্দুর রহমান হাওলাদারের ছেলে। তি‌নি ওই ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক।

না‌জিরপুর থানার ওসি মো. মাহামুদ আল ফ‌রিদ ভূইয়া বলেন, আসামি মামুন হাওলাদারের বিরুদ্ধে না‌জিরপুর থানায় বিস্ফোরক আইনে মামলা র‌য়ে‌ছে। দায়ের হওয়া সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ মে) পিরোজপুর জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হ‌য়ে‌ছে।

প্রতিনিধি/ এজে