images

সারাদেশ

মেহেরপুরে গাঁজা গাছসহ আটক ২

জেলা প্রতিনিধি

১০ মে ২০২৫, ১১:২৫ এএম

মেহেরপুরের মুজিবনগরে গাঁজা গাছসহ দুই ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মেহেরপুর ক্যাম্পের সদস্যরা। 

শুক্রবার (৯ মে) রাত ১১টার দিকে দারিয়াপুর গ্রামে একটি গবাদিপশুর খামারে অভিযান চালিয়ে বিভিন্ন সাইজের পাঁচটি গাঁজা গাছ ও ২০ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। 

আটকরা হলেন - উপজেলার দারিয়াপুর গ্রামের দক্ষিণপাড়ার গোলাম হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (৩৩) এবং একই গ্রামের পশ্চিম পাড়ার হযরত আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩৩)।

মেহেরপুর সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, ‘মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে একটি গবাদিপশুর খামারে গাঁজা গাছের চাষ হচ্ছে - এ ধরনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেহেরপুর সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট মিনহাজসহ একটি টিম শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে খামারের মালিক সাদ্দাম হোসেন ও তার কর্মচারী দেলোয়ার হোসেনকে আটক করা হয়। 

‘তাদের দেওয়া তথ্য মতে, বিভিন্ন সাইজের ২০ ফিটের একটা, ১৪ ফিটের দু’টি, ১০ ফিটের একটি এবং পাঁচ ফিটের একটি গাঁজা গাছ, ২০ গ্রাম গাঁজা, গাঁজা সেবন করার সরঞ্জাম (কাঁচি ও কাঠি), নগদ পাঁচ হাজার টাকা এবং পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।’ 

সাদ্দাম হোসেন গবাদিপশুর খামার পরিচালনা এবং কৃষি জমিতে চাষাবাদের পাশাপাশি দীর্ঘ দিন ধরে গাঁজা চাষ করে আসছেন বলে জানান সেনাবাহিনীর ওই কর্মকর্তা।

প্রতিনিধি/ এমইউ