জেলা প্রতিনিধি
০৯ মে ২০২৫, ০৫:০২ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের (ভিসি) পদত্যাগের দাবিতে যখন উত্তাল ক্যাম্পাস, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাকে অব্যাহত দেওয়ার ভুয়া প্রজ্ঞাপন।
বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে ববি উপাচার্য ড. শুচিতা শরমিনকে অব্যাহতি দেয়া হয়েছে এমন একটি প্রজ্ঞাপন ছড়িয়ে পড়ে।
শুক্রবার (৯ মে) বিকেলে তবে প্রজ্ঞাপনটি সঠিক নয় বলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এএসএম কাসেম ঢাকা মেইলকে জানিয়েছেন।
ফ্যাসিষ্ট শিক্ষকদের পুনর্বাসন, শিক্ষার্থীদের ২২ দফা দাবি বাস্তবায়ন না হওয়া, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দেয়ায় শিক্ষার্থীরা উপাচার্যের বিরুদ্ধে ২৫ দিন ধরে আন্দোলন চলছে। তাতেও দাবি না হওয়ায় গত ৫ দিন ধরে উপাচার্যের পদত্যাগে একদফা দাবির আন্দোলনে নামে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এক দফা আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বৃহস্পতিবার শিক্ষকরাও যোগ দেন। এরই মধ্যে বৃহস্পতিবার দিনগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপাচার্যকে অব্যাহতি দেয়া হয়েছে এমন একটি প্রজ্ঞাপন ছড়িয়ে পড়ে।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এএসএম কাসেম বলেন, ‘প্রজ্ঞাপনটি ভুয়া। এ ধরণের কোনো প্রজ্ঞাপন জারি করা হলে তা সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’
প্রতিনিধি/এজে