images

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে থাকছে না আম পাড়ার সময় সীমা, পরিপক্ব হলেই পাড়া যাবে

জেলা প্রতিনিধি

০৯ মে ২০২৫, ০৩:২৮ পিএম

‘আমের রাজধানী’ খ্যাত চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে আম পাড়ার সময়সীমা নির্ধারণ করেনি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। এতে বিভিন্ন জাতের আম পরিপক্ব হলেই গাছ থেকে পেড়ে বাজারজাত করতে পারবেন চাষিরা।

thumbnail_IMG20240124131114

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ মঞ্জে আম ক্যালেন্ডার প্রণয়ন, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন এবং বাজারজাতকরণের লক্ষ্যে মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক আব্দুস সামাদ। এতে উচ্ছ্বসিত আমচাষিরা।

thumbnail_IMG20240124125759

আমচাষি আহসান হাবিব বলেন, চাঁপাইনবাবগঞ্জের চাষিরা অপরিপক্ক আম বাজারজাত করেন না। এটা আমরা অনেকবার প্রমাণ দিয়েছি। আশা করছি এবারও তার ব্যতিক্রম হবে না। আমরা পরিপক্ব আম ছাড়া বাজারজাত করব না।

thumbnail_IMG20250508163009

আনারুল ইসলাম নামের আরেকজন চাষি বলেন, আমরা প্রশাসনকে বোঝাতে সক্ষম হয়েছি যে, আমরা অপরিপক্ব আম বাজারজাত করি না। আর আমাদের আবেদন ছিল যেন ম্যাংগো ক্যালেন্ডার না করা হয়। সেটাই হয়েছে। আমরা খুশি।

thumbnail_IMG20240124125759

শিবগঞ্জ ম্যাংগো প্রোডিউসার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম বলেন, দেশের অনেক জেলাতেই এখন আম উৎপাদন হচ্ছে। সেক্ষেত্রে আম পাড়ার সময়সীমা নির্ধারণ করে দিলে অন্য জেলায় চলে যেতে পারেন ক্রেতারা। তাই আমচাষিদের কথা চিন্তা করে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এটি সবার জন্যই ভালো।

thumbnail_IMG20240124130351

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, আবহাওয়া পরিবর্তনের এই সময়ে আম পাড়ার নির্ধারিত সময় বেঁধে দিলে বাজারজাত করতে অসদুপায় অবলম্বন করেন অনেকেই। তাই এটি রোধ ও ন্যায্যমূল্য নিশ্চিতে ম্যাংগো ক্যালেন্ডার না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিনিধি/এসএস