জেলা প্রতিনিধি
০৯ মে ২০২৫, ০৩:০৮ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার অভিযোগে ডেভিল হান্ট অভিযানে টাঙ্গাইলের মধুপুরে ভূঞাপুর আওয়ামী লীগ নেতা মো. আব্দুর রাজ্জাকসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (০৯ মে) সকালে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার আব্দুর রাজ্জাক উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। গত বৃহস্পতিবার (৮ মে) রাতে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে।
তিনি টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের ছেলে খন্দকার মশিউজ্জামান রোমেলের অনুসারী ছিলেন।
অপরদিকে একই মামলায় গত বুধবার রাতে উপজেলার গাবসারা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সস্পাদক আলমগীর নামে আরেক নেতাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে গত বৃহস্পতিবার মধুপর থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, মধুপুর থানায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক ও আলমগীরকে গ্রেফতারের পর মধুপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/ এমইউ