জেলা প্রতিনিধি
০৯ মে ২০২৫, ০৮:১৪ এএম
নেত্রকোনার পূর্বধলায় ধান খেত থেকে রুবেল মিয়া (২৫) নামে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৮ মে) বিকেল ৫টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের নওয়াপাড়া ও ছনধরা গ্রামের মাঝামাঝি বেহি নামক বিলের পাশের ধান খেত থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
রুবেল মিয়া উপজেলার আগিয়া ইউনিয়নের বুধি পূর্বপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে যাত্রীর সন্ধানে বাড়ি থেকে বের হয়ে যান রুবেল। রাতে আর বাড়ি ফেরেননি তিনি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেহি নামক বিলের পাশের ধান খেতে রুবেলের গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে মরদেহ শনাক্ত করে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পাওয়া যায়নি।
স্থানীয়দের ধারণা- মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার জন্যই যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা রুবেলকে হত্যা করেছে।
এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম বলেন, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য সকালে নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।
প্রতিনিধি/ এমইউ